আল্লাহ্ কে খোদা বলা যাবে কি??
মাঝেমধ্যে নতুন নতুন চিন্তা ও মতবাদ সমাজে ছড়ায়, বিস্তার লাভ করে। সবগুলো যে খারাপ, তা না। কিছু চিন্তা ভালোও হতে পারে। আবার অনেক চিন্তাই খারাপ। কেউ কেউ বলছে, আল্লাহ তাআলাকে খোদা বলা যাবে না। অতি উৎসাহী অনেকে শিরক বলেও আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করছে না। তারাই বলছে, নামাজকে সালাতই বলতে হবে, নামাজ বলা যাবে না। নামাজ বলা নাজায়েয ও বিদআত। আসলে কুরআন-সুন্নাহর পূর্ণ জ্ঞান ও বোঝশক্তি না থাকলে, ফিকহ ও উসুলে ফিকহ এবং মুজতাহিদ ইমামদের গবেষণাপত্রগুলো আত্মস্থ না হলে এসব বিভ্রান্তি দেখা দেওয়া অমূলক কিছু নয়। শরিয়তের মৌলিক মেজাজ না বুঝলে পদে পদে সমস্যা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।
আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যা স্পষ্ট হাদিসে উল্লেখ আছে। এগুলো ছাড়াও আরও কিছু নাম রয়েছে। সেগুলো দ্বারাও তাকে ডাকা যায়। এগুলো তো আরবি নাম। আরবি ছাড়াও পৃথিবীর যে কোনো ভাষায় আল্লাহকে বোঝানোর জন্যে যে নাম প্রচলিত তা দিয়ে তাকে ডাকতে কোনো সমস্যা নেই। যদি ফার্সি খোদা বলা নাজায়েজ হয় তাহলে বাংলায় সৃষ্টিকর্তা, প্রভু ইত্যাদি বলা কী হবে?
শত শত বছর ধরে ফার্সি ভাষায় পণ্ডিত ফুকাহায়ে কেরাম ও মুসলিম মিল্লাত আল্লাহকে খোদা বলে সম্বোধন করে আসছে, কোনো সমস্যা হয়নি; আজ কেন এত সমস্যা। আরবির পর ফার্সি ভাষাই ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাষা। বিখ্যাত অনেক ইমাম ফার্সিভাষী ছিলেন। তবে হ্যাঁ, যদি এভাবে বলা হয় যে, খোদার চেয়ে আল্লাহ বলা উত্তম। তাহলে কিছুটা মেনে নেওয়া যায়। যৌক্তিক হতে পারে।
তদ্রুপ নামাজ ও সালাত। ফার্সি ভাষার অনেক পরিভাষা আমাদের দেশে প্রচলিত। তাই শরিয়তের অনেক পরিভাষাই ফার্সিতে প্রচলিত। সেগুলো ফার্সিতে বলতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা নামাজ বলতে দ্বিধাবোধ করে, তাদেরকেও শুনেছি রোজা ও পর্দা বলতে। তারা কেন সাওম ও হিজাব বলেন না? হিজাব বললে মাথার উড়না/কাপড় বোঝাবে। পর্দা বোঝাতে পর্দা শব্দটিই ব্যবহার করতে হয়; হিজাব দ্বারা পর্দা বোঝানো কিছুটা হলেও অসম্ভব। কেউ বুঝবে না। বাধ্য হয়ে পর্দাই ব্যবহার করতে হবে। আসলে, কোনো কথা বলার আগে ভেবেচিন্তে তাহকীক করে বলা উচিত। শুনলাম আর বলে দিলাম, এটা অনুচিত। হ্যাঁ, স্বীকার করি, যথাসম্ভব আরবি পরিভাষা ব্যবহার করা শ্রেয়। তাই বলে অন্য ভাষায় পরিভাষার ব্যবহার নিষিদ্ধ হবে এটা সঠিক নয়। উরফ বা পরিভাষার সংজ্ঞা ও ব্যবহারবিধি না-জানার কারণেই এমন কথা বলে বেড়ায় বলে আমার বিশ্বাস।
-এম,এ,এইচ,ইরফান
-এম,এ,এইচ,ইরফান
মন্তব্যসমূহ
Maitlin v Merit Casino. Claim your bonus and enjoy the many 메리트 카지노 benefits kadangpintar and benefits it offers for both new and existing หารายได้เสริม players.