বিদায়! বিদায়! (কবিতা)

বিদায়! বিদায়!

                                                             এম,এ,এইচ,ইরফান

বিদায়! বিদায়! একি কলরব ধ্বনিছে বাতাসে

ক্রন্দন ভরা অক্ষিপট, ভাসাইছে সবাই ঝর্ণার ধারা

অধর পুষ্প নাহি ফুটে, মুখে সবার বিষণ্ণতা

আজি মোদের বিদায় লগ্ন, কহিছে কৃষ্ণপাতা।

বিদায় ঘণ্টা তাল তুলেছে ঢং ঢং করুণ তানে

সাত বছরের লালিত মাতৃক্রোড় ছেড়ে

পাড়ি জমাব আজ জীবন উচ্ছাশার আরেক পথ পানে।

অতীত ফেলি ভাবি চিন্তায় নিমগ্ন সভায়

একি নিয়ম নীতি সবার, বুঝি না আমি।

কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন মিশে আছে এই মাদ্রাসায়

প্রতিটি পাথর-বেঞ্চ-ঘণ্টা সবার মাঝে আমাদের ভালবাসায়

আজ ছাড়িতে হবে এসব, দিতে হবে বলি, একি ব্যাথা।

রচিত হবে স্মৃতির মঠ, হবে কি আর কখনো এভাবে আসা?

হৃদয় প্রশান্ত ব্যাথায় বলে, সাহারার তপ্ত বালি

কেন আসিল এ বিদায় লগন, কেন হল সৃষ্টি?

কত স্মৃতি কত কথা আজ বলে ধূসর মরুভূমি

অলস মন যেতে নাহি চায়, ভুলিব কি তোমার কৃষ্টি!

কত কাব্য রচিত হয়েছে এতদিন, আজ যেন ক্ষান্ত কলম

একি বিদায় একি বিদায়! পাজর ঘোষিছে কিন কিন,

হে প্রিয় আলয়, তোমায় বলি, করি শেষ আরতি

আমাদের যেন ভুলিও না দোয়ায়, রেখো মনে চিরদি।

বিদায়! বিদায়!!!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদায় মাদ্রাসা

বিদায় (কবিতা)