পোস্টগুলি

জানুয়ারি ৯, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিদায়! বিদায়! (কবিতা)

বিদায়! বিদায়!                                                              এম,এ,এইচ,ইরফান বিদায়! বিদায়! একি কলরব ধ্বনিছে বাতাসে ক্রন্দন ভরা অক্ষিপট, ভাসাইছে সবাই ঝর্ণার ধারা অধর পুষ্প নাহি ফুটে, মুখে সবার বিষণ্ণতা আজি মোদের বিদায় লগ্ন, কহিছে কৃষ্ণপাতা। বিদায় ঘণ্টা তাল তুলেছে ঢং ঢং করুণ তানে সাত বছরের লালিত মাতৃক্রোড় ছেড়ে পাড়ি জমাব আজ জীবন উচ্ছাশার আরেক পথ পানে। অতীত ফেলি ভাবি চিন্তায় নিমগ্ন সভায় একি নিয়ম নীতি সবার, বুঝি না আমি। কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন মিশে আছে এই মাদ্রাসায় প্রতিটি পাথর-বেঞ্চ-ঘণ্টা সবার মাঝে আমাদের ভালবাসায় আজ ছাড়িতে হবে এসব, দিতে হবে বলি, একি ব্যাথা। রচিত হবে স্মৃতির মঠ, হবে কি আর কখনো এভাবে আসা? হৃদয় প্রশান্ত ব্যাথায় বলে, সাহারার তপ্ত বালি কেন আসিল এ বিদায় লগন, কেন হল সৃষ্টি? কত স্মৃতি কত কথা আজ বলে ধূসর মরুভূমি অলস মন যেতে নাহি চায়, ভু...

বিদায় মাদ্রাসা

বিদায় মাদ্রাসা                                               - এম,এ,এইচ,ইরফান অনেক বছর ছিলাম মাদ্রাসা তোমার বুকে আর না -আসিব আমি তোমারই মাঝে। ব্যার্থ হয়োনা যেন, তুমি আমাকে খুঁজে।। আমি চলে গেলে আসিবে নতুন জন। তারে তুমি করে নিও একান্ত আপন।। বিদায়ের স্মৃতি বড় বেদনা দায়ক। আমি চেয়েছিনু তব স্বপ্নের নায়ক।। বহু আশা নিয়ে এসেছিনু তব দ্বারে। শত ব্যাথা বুকে নিয়ে যাচ্ছি ফিরে।। তোমাকে মনে থাকবে মোর আমরণ। যতকাল বেঁচে থাকি করিব স্মরণ।। বিদায় বেলায়, আমি তাই বলে যায়। অন্যায় যদি করে থাকি তোমার কাছে, সব টুকু ফেলে দিও মন থেকে মুছে। এ জীবনে যত দুঃখ যাবে সব ঘুচে।।

বিদায় (কবিতা)

বিদায়!                             -এম,এ,এইচ, ইরফান বিদায় সেতো সুখের বর্তা নয় বিদায় সেতো অনেক কষ্টের হয়, যখনি সামনে উচ্চারিতো হয় বিদায় তখনি মন ভেঙ্গে পড়ে কান্নায়। রাশি রাশি ভারা ভারা স্মৃতি মন কিছুতেই দিতে চায়না ইতি, বিদায় সেতো এক সাগর অশ্রুজল যেখানে দিবা-রাত্রি করে কলকল। যখনি আসে নিষ্ঠুর বিদায়ের পালা মনের গভিরে ক্ষণে ক্ষণে বেড়ে যায় জালা, যখনি সামনে বাজে বিদায়ের ঘন্টা  ভেবে ক্লান্ত হয় এই অবুজ মনটা। বিদায় সেতো চলে যাওয়ার বেদনা এই জন্যে মনকে বলি তুমি আর কেদোনা।