পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য এবং অস্বীকারকারীদের প্রতারণা -
ভূমিকাঃ আল্লাহ্ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। বিশেষ হেকমতের কারণেই মানুষকে দু'টি শ্রেণীভুক্ত করে সৃষ্টি করেছেন। পুরুষ ও নারী। তারা মানুষ হিসেবে সমান। তাদের মাঝে মানুষ হিসেবে কোনো তারতম্য নেই। তবে শারীরিক গঠন, সক্ষমতা, আকর্ষণ-বিকর্ষণ, নিরাপত্তা এবং সতর ও পর্দা সহ বেশ কিছু বিষয়ে বড় রকমের পার্থক্য রয়েছে। পার্থক্যের এই দিকটাকেও বাহ্যিক জীবন যাপনে যেমন গুরুত্ব দেয়া হয়েছে তেমনি ইবাদতের ক্ষেত্রেও কোনো কোনো পর্যায়ে স্পষ্ট করে দেয়া হয়েছে । ওইসব ইবাদতের অন্যতম হলো নামাজ। , নারী ও পুরুষের মধ্যকার নামাজের পার্থক্য নিয়ে বেশ বড় ধরণের বিভ্রান্তি পরিলক্ষিত হওয়াতে আমার এই ধারাবাহিক প্রবন্ধের বাসনা অধিক পরিমাণে লালায়িত হয়েছে। গ্রহণযোগ্য কোনো দলীল ও যুক্তির উপর নির্ভর না করেই অনেক মহল থেকে এই পার্থক্যকে অস্বীকারও করতে দেখা যাচ্ছে । তাই আমরা দেখবো নামাজ ছাড়াও অপরাপর মাস'আলার ক্ষেত্রে নারী - পুরুষের মধ্যকার কোনো পার্থক্য পাওয়া যায় কি না,,,, , , দেখা যাচ্ছে অধিকাংশ মাস'আলায় নারী ও পুরুষের হুকুম এক ; কিন্তু এমন অনেক মাস'আলা রয়েছে, যেখা...