পোস্টগুলি

নভেম্বর ১৪, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আযানের দুআর জন্য হাত তোলা।

ছবি
এম,এ,এইচ,ইরফান: আযানের দুআর জন্য হাত তোলা একটি ভুল প্রচলন, কোনো কোনো এলাকায় আযানের দুআর সময় হাত তোলার প্রচলন রয়েছে। কেউ কেউ আবার এটিকে জরুরিও মনে করে। এটি একটি ভুল প্রচলন। এর কোনো ভিত্তি নেই। আযানের দুআর জন্য হাত তোলার কোনো নিয়ম নেই। দুআর জন্য হাত তোলার যে আদব তা এখানে প্রযোজ্য নয়। এটি মসজিদে প্রবেশ-বের হওয়ার, ওযুর পরের, ঘুমাতে যাওয়া-জাগ্রত হওয়ার, খাবারের আগের-পরের মাসনূন দুআসমূহের মত। এইসব ক্ষেত্রে যেমন হাত তুলতে হয় না, আযানের দুআর সময়ও হাত তুলতে হয় না। এটি একটি দলীলবিহীন কাজ। এ থেকে বিরত থাকা উচিত। Show text-ads on your Website or Blog with BidVertiser. toolbar builder

হিন্দু ধর্মীদের কাছে প্রশ্ন।

ছবি
হিন্দু ভাইয়েরা তর্ক কিবা মন খারাপ করবেননা।। আমি শুধু জানতে চাই....? রিগবেদ---- অধ্যায়-৩, খন্ড-৩১, শ্লোক: ১-২ ‘‘পিতা তার মেয়ের সাথে অশ্লীলকর্মে লিপ্ত’’- =>এছাড়া মা- ছেলে দূষ্কর্ম, এমন বিশ্রি বর্ণনা যেই গ্রন্থে তা কি করে সৃষ্টিকর্তার বাণী হতে পারে? শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায় তার স্ত্রীর দুধ দিয়ে শিবের গোপন অঙ্গ ধৌত করে? এটা কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? এমন কুরুচিপূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন কি? শিব তার নিজের ছেলে গনেশকে চিনতে পারেনি গর্দান কেটে ফেলেছিলেন তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? দেবদাসীর ও যোগিনীর মত পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগণ কি করে অশ্লীলকর্মে লিপ্ত হন? যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন? অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে ও দাঁতে রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তা হতে পারে? উদাহরন- দূর্গা, কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয় তবে সে কেন তার মামীর সাথে অবৈধ সম্পর্ক রাখলো? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অব...

দশ বছর বয়সী বাচ্ছা আনারস খেয়ে অসুস্থ।

ছবি
এম,এ,এইচ,ইরফান(আঃহালিম):         দশ বছর বয়সী এক ছেলে ১৫ দিন আগে আনারস খেয়ে অসুস্থ হয়ে পড়ল, ঠিক ঐদিন থেকেই। পরবর্তীতে ছেলেটিকে যখন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরিক্ষা করা হলো, তখন তার শরীরে এইডস ধরা পড়ল। ছেলেটির বাবা-মা তো বিশ্বাসই করতে পারছিল না।  তারপর তারা পুরো পরিবার পরিক্ষা করাল কিন্তু কারো দেহেই এইডস খুজে পাওয়া গেল না। তাই ডাক্তার পুনরায় পরিক্ষা করল ছেলেটিকে এবং সে এরকম কিছু খেয়েছিল কিনা জিজ্ঞেস করায় ডাক্তারকে ছেলেটি বলল, সেদিন সন্ধ্যায় আনারস খেয়েছিল। সাথে সাথে হাসপাতাল থেকে এক দল চিকিৎসক গেল সেই আনারস বিক্রেতার কাছে এবং তারা সেই আনারস বিক্রেতার হাতে ক্ষতস্থান খুজে পেল, যেখান থেকে রক্ত বের হয় আনারসের সাথে মিশতেছিল। তারা বিক্রেতার রক্ত পরিক্ষা করে তার শরীরে এইডসের জিবানু খুজে পেল, কিন্তু লোকটা জানত না। দূর্ভাগ্যবসত ছোট্ট ছেলেটি এখন এইডস রোগে ভুগছে! দয়া করে রাস্তার খাবার খাওয়ার পূর্বে অতিরিক্ত শতর্ক হবেন এবং এই সংবাদটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে। কে যানে আপনার একটি শেয়ার হয়তোবা একটি জীবন রক্ষা করতে পারে।

সাতটি অভ্যাস মানুষকে লজ্জিত করে থাকে

ছবি
এম,এ,এইচ,ইরফান: ১. বিনা দাওয়াতে কোথাও গিয়ে হাজির হওয়া ২. কোন মজলিসে নিজের পদমর্যাদার চাইতে বড় আসনে গিযে বসা ৩. অতিথি হয়ে অতিথির ওপর কথায় কথায় হুকুম চালানো ৪. অন্যদের কথার মধ্যে অনাহুত ভাবে নিজের কথা বলার চেষ্টা করা ৫. শ্রোতার বিরক্তি উৎপাদন করেও কিছু বলতে যাওয়া ৬. ইতর লোকের সাথে বন্ধুত্ব করা এবং ৭. কঠিন হৃদয় ও লোভী ধনীর নিকট সাহায্য প্রার্থণা করা।