বিদায় (কবিতা)
বিদায়!
-এম,এ,এইচ, ইরফান
বিদায় সেতো সুখের বর্তা নয়
বিদায় সেতো অনেক কষ্টের হয়,
যখনি সামনে উচ্চারিতো হয় বিদায়
তখনি মন ভেঙ্গে পড়ে কান্নায়।
রাশি রাশি ভারা ভারা স্মৃতি
মন কিছুতেই দিতে চায়না ইতি,
বিদায় সেতো এক সাগর অশ্রুজল
যেখানে দিবা-রাত্রি করে কলকল।
যখনি আসে নিষ্ঠুর বিদায়ের পালা
মনের গভিরে ক্ষণে ক্ষণে বেড়ে যায় জালা,
যখনি সামনে বাজে বিদায়ের ঘন্টা
ভেবে ক্লান্ত হয় এই অবুজ মনটা।
বিদায় সেতো চলে যাওয়ার বেদনা
এই জন্যে মনকে বলি তুমি আর কেদোনা।
মন্তব্যসমূহ