উচ্চস্বরে জিকির করা কি নিষেধ?
এম,এ,এইচ,ইরফানঃ এক বড় ভাইয়ের সাথে জিকিরের আলোচনা করতেগিয়ে মনে পড়েগেলো রাসূল (সাঃ) এর একটা বাণী। আসলে নামায, কুরআন তিলাওয়াত বা জিকির উচ্চস্বরে পড়লে যদি কারো ঘুমেরর বা অন্যকোন ক্ষতি না হয় তাহলে জোরে করা জায়েজ। বরং ক্ষেত্র বিশেষে অধিক ফলপ্রসু। মনের গোনাহের আস্তরণ তোলার জন্য জিকির জোরে করলেই প্রভাব বেশি হয়। আস্তে নয়। আর জোরে জিকির করা সবক দেয়া হয় মনের রোগের চিকিৎসা হিসেবেই। জোরে জিকিরকে আবশ্যকীয় মনে করাটা যেমন বিদআত। তেমনি কারণ ছাড়া অহেতুক এটাকে বেদআত বলাটাও নিষিদ্ধ। তবে সর্বাবস্থায়ই জিকির আস্তে করাই উত্তম। হাদীসে এসেছে- عن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه و سلم قال : أكثروا ذكر الله عز و جل حتى يقال إنه مجنون (مسند عبد بن حميد، من مسند أبي سعيد الخدري، رقم الحديث- 925) অনুবাদ-হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির কর যেন লোকেরা তোমাদের পাগল বলে। (মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৯২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৮১৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১১৬৫৩, শুয়াবুল ঈমান, ...