পোস্টগুলি

ফেব্রুয়ারি ১৭, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালো বাসি বলবোনা আর।

ছবি
আমি তোমায় ভালোবাসি এ কথাটি আর বলবো না, বলেই বা কি লাভ বলো? যদিও লাভ-ক্ষতির হিসাব কষে ভালোবাসা হয় না; তাতে কি? অষ্টপ্রহর আমার চিন্তায় মগ্ন থাকো তুমি কোন কাজে মন বসে না তোমার। অথচ, হতভাগা এই আমি তোমার খোঁজ না নিয়েই দিব্যি কাটিয়ে দেই শতাব্দির পর শতাব্দী। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মনে হয়- কেন? কিসের জন্য এতো ভালোবাসো আমায়? আমার প্রতীক্ষায় বাড়ির উঠোনের কোণে জারুলগাছটি জড়িয়ে ধরে তোমার অনন্ত অপেক্ষা আমাকেও কাঁদায়, আমার সেই বোবাকান্না তোমায় ছুঁতে পারে কিনা তা আমি জানি না। তবে অলস বিকেলে আমার জন্য মেঠো পথের দিকে তাকিয়ে থাকা তোমার শূন্য দৃষ্টির মানে আমি বুঝি, তোমায় কাছে না পাওয়ার যন্ত্রণায় আমিও প্রতিনিয়ত গুমড়ে কাঁদি। তোমার ভালোবাসার তীব্রতা অনুভবে মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে। পৃথিবীর সব মানুষের চাওয়া পূরণ হতে নেই; তা জানো নিশ্চই? আমিও না হয়, তাদেরই একজন হলাম। তোমার চোখের জলের প্রতিদান দেয়ার মতো ধনী আমি নই, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাও হারিয়েছি বহু আগেই, তাইতো তোমায় ভালোবাসি বলবো না আর।