তেতো ওষুধ।
আবিদা: অন্যায়কে প্রতিহত করার জন্য কখনো কখনো অভিভাবককে হস্তক্ষেপ করতে হয়। এসময় দ্বিধা-সংকোচ পরিত্যাগ করে বিচক্ষণতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় পরে তা কঠিন হয়ে যায়। আমাদের শৈশব কেটেছে শামে। এখন যেসব জিনিস খুব সহজলভ্য তা আগে বাইরে থেকে আসত। বড়রা যখন বিভিন্ন কাজে বৈরুত যেতেন তখন আমরা নানার বাড়িতে অবস্থান করতাম। বৈরুতে তখন অনেক লোভনীয় জিনিস পাওয়া যেত! বড়রা আমাদের জন্য সেইসব জিনিস নিয়ে আসতেন। একবার কিছু চকোলেটের প্যাকেট আসল। খুব সুন্দর রঙ্গীন প্যাকেটে ছোট ছোট চকোলেট। সেদিন আমাদের এক আত্মীয় ছেলেদেরকে নিয়ে বেড়াতে এসেছিলেন। আমরা ছোটরা সবাই একটি করে প্যাকেট পেলাম। আমরা বড়দের কাছ থেকে সৌজন্য-প্রকাশের শিক্ষা পেয়েছিলাম। তাই বেড়াতে আসা আত্মীয়-স্বজনের কাছে গিয়ে আবদার করলাম যে, আমার প্যাকেট থেকে একটু নিন। এতে তাদের বাচ্চারা খুব খুশি হল এবং নিজেদের প্যাকেটগুলো পকেটে রেখে আমাদের প্যাকেট থেকে খেতে লাগল। বড়রা কিছুই বলছিলেন না। আমরা খুব বিরক্ত হলাম, কিন্তু কী করব ভেবে পাচ্ছিলাম না। বড়দের সামনে আমরা ওদেরকে বাধাও দিতে পারছিলাম না। আবার...