ভয় আর সম্মান দুটো ভিন্ন জিনিস ।
![]() |
যে লোকটাকে দেখে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে সেটা সম্মান, আর যাকে দেখে বাধ্য হয়ে মাথা নোয়াতে হয় সেটা ভয় ।
.
ভাত ছিটালে হয়তো কাকের অভাব হয় না কিন্তু টাকা ছিটিয়ে বা ক্ষমতার ভয় দেখিয়ে সম্মানিত হওয়া যায় না । যদি তাই হতো এরশাদ সিকদার, নূর হোসেন কিংবা অফিসের পেট মোটা লোকটি সম্মানিত ব্যক্তি হতে পারতো ।
.
আপনার প্রতিপত্তি বা ক্ষমতা থাকলেই আপনি সম্মানিত নয় । আপনার প্রতি সম্মান দেখানোটা মেকি বা ভয় মিশ্রিত । অপর দিকে যার চুলোয় নিয়মিত হাড়ি উঠে না সেই দরিদ্র প্রাইমারি স্কুলের মাস্টার কিংবা মধ্যবিত্ত কলেজের প্রফেসর কিন্তু সম্মানিত ব্যক্তি । তাকে দেখে অনেক ছাত্র ছাত্রীই ভক্তি সহকারে সালাম দিবে কিন্তু প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তির প্রতি সালাম বা সম্মান দেখানোটা লৌকিকতা মাত্র । সালাম দেওয়ার পরেই মনে মনে বললে তুই তো একটা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ঘুষ খোর পাবলিকের টাকা মেরে খাওয়া নেতা, তুই জাহান্নামে যা ।
.
শ্রদ্ধা বা সম্মান জোর করে পাওয়া যায় না সেটা ভেতর থেকে আসে । ভয় দেখিয়ে কখনও সম্মানিত হওয়া যায় না বড় জোর অনিচ্ছা কৃত একটি সালাম পেতে পারেন মাত্র ।
.
মানুষের ভালোবাসা বা সম্মান পাওয়াটা খুব সহজ বিষয় না । ভালোবাসা পেতে হলে তার আচার ব্যবহার তার কথাবার্তা তার চলা ফেরা সব কিছুর ভেতরে মার্জিত ভাব থাকতে হবে । আর যে গুণটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ক্ষমা করে দেওয়ার ক্ষমতা ।
.
সুন্দর ব্যবহার একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে । আপনি শুনলে অবাক হয়ে যাবেন । আমাদের এখানে রাস্তার পাশে যে পরিচ্ছন্ন কর্মী রাস্তা পরিস্কারের কাজ করে, অনেক বিদেশি ভদ্র মহাদয় কে তাদের গুড মরনিং বলতে শুনি, অথবা দেখি কুশল বিনিময় করতে । সেই বিদেশি মানুষটির মন মানসিকতা কত উঁচুতে হতে পারে একবার ভেবে দেখুন তো । আর আমাদের দেশে কখনো কি শুনেছেন বা দেখেছেন ঝাড়ুদার বা ক্লিনার কে শুভেচ্ছা জানাতে বা জিজ্ঞেস করতে ভাই কেমন আছেন ??
.
আসলে সবাই মানুষ হিসেবে বড় হয় কিন্তু সত্যিকার অর্থে কয়জনইবা প্রকৃত মানুষ হতে পারে । একজন মানুষ তখনই মানুষ হয়ে উঠবে যখন তাকে দেখে কেও ভয়ে বা আতঙ্কে সালাম বা সম্মান জানাবে না, হৃদয়ের অন্তস্থল থেকে ভক্তি সহকারে ভালোবাসা এবং সম্মান জানাবে ।
.
আসুন মানুষ হয়ে উঠি, ছোট বড় সকলের প্রতি সদয় হই । নিজের মানুষ্যত্বকে জাগ্রত করি । ধ্বংস বা বিনাশ করি নিজ স্বার্থ কে । লোভ, হিংসকে পায়ে ঠেলে আস্তাকূরে ফেলে দেই । ক্ষমাশীল হতে শিখি সবার প্রতি । হয়তো দেখবেন আপনাকে দেখে আপনার পাশের মানুষটি আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে । অস্ত্র, টাকা বা ক্ষমতা ছাড়াও আপনি প্রকৃত সম্মানিত হয়ে উঠছেন সাধারণ মানুষের মাঝে আর এতেই আপনার জন্ম সার্থক এবং আপনি একজন সফল মানুষ এই পৃথিবীর বুকে ।

মন্তব্যসমূহ