সাতটি অভ্যাস মানুষকে লজ্জিত করে থাকে

এম,এ,এইচ,ইরফান:


১. বিনা দাওয়াতে কোথাও গিয়ে হাজির হওয়া
২. কোন মজলিসে নিজের পদমর্যাদার চাইতে বড় আসনে গিযে বসা
৩. অতিথি হয়ে অতিথির ওপর কথায় কথায় হুকুম চালানো
৪. অন্যদের কথার মধ্যে অনাহুত ভাবে নিজের কথা বলার চেষ্টা করা
৫. শ্রোতার বিরক্তি উৎপাদন করেও কিছু বলতে যাওয়া
৬. ইতর লোকের সাথে বন্ধুত্ব করা
এবং
৭. কঠিন হৃদয় ও লোভী ধনীর নিকট সাহায্য প্রার্থণা করা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদায় মাদ্রাসা

বিদায় (কবিতা)

বিদায়! বিদায়! (কবিতা)