বিদায় মাদ্রাসা - এম,এ,এইচ,ইরফান অনেক বছর ছিলাম মাদ্রাসা তোমার বুকে আর না -আসিব আমি তোমারই মাঝে। ব্যার্থ হয়োনা যেন, তুমি আমাকে খুঁজে।। আমি চলে গেলে আসিবে নতুন জন। তারে তুমি করে নিও একান্ত আপন।। বিদায়ের স্মৃতি বড় বেদনা দায়ক। আমি চেয়েছিনু তব স্বপ্নের নায়ক।। বহু আশা নিয়ে এসেছিনু তব দ্বারে। শত ব্যাথা বুকে নিয়ে যাচ্ছি ফিরে।। তোমাকে মনে থাকবে মোর আমরণ। যতকাল বেঁচে থাকি করিব স্মরণ।। বিদায় বেলায়, আমি তাই বলে যায়। অন্যায় যদি করে থাকি তোমার কাছে, সব টুকু ফেলে দিও মন থেকে মুছে। এ জীবনে যত দুঃখ যাবে সব ঘুচে।।
মন্তব্যসমূহ