পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এতাতী পরিবারের এক বোনের জীবন বৃত্তান্ত তার নিজের লিখায়৷

এতাতি কেমন হয় দেখুন তার লিখায়!  আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল সারে পনের বছর, সদ্য এস এসসি পরিক্ষা দিয়েছি । তখনও রেজাল্ট বের হয়নি । পরিক্ষা শেষ ! স্বাধীন !! পড়াশুনার কোন চিন্তা নেই তাই গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতাম । কিন্তু এই স্বাধীনতা আর বেশিদিন থাকল না। আম্মু এসে বলল তোকে দেখতে আসবে তুই একটু রেডি হয়ে নে । আমি কথাটা শুনেই কান্না করতে করতে আম্মুকে বললাম আমি কলেজে উঠব ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ব , আমার কত্ত স্বপ্ন আছে আর তোমরা সেগুলো সব শেষ করে দিবে , নাকি মেয়ে বলে তোমরা আমাকে বোঝা মনে কর তাই আপদ বিদায় করছ ? কথাটা শুনে আম্মুও কেঁদে ফেললেন । আমার আব্বু একজন খুবই ধার্মিক মানুষ তাবলীগ করেন । বেশ কয়েকটা দেশে চিল্লাও দিয়েছেন । প্রতি বছর উমরা করেন । আব্বু এসে বললেন "শুনো মা ! আমি সব সময় তোমাদেরকে আমার জান্নাত মনে করি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতো মেয়েদের ব্যাপারে এমনটাই বলেছেন । জান্নাতকে কখনও কেউ বোঝা করে বলো ? আর যে ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাচ্ছি তাকে আমি ছোট থেকেই মনে মনে পছন্দ করে রেখেছি আমার তিন মেয়ের কোন একজনকে দিব । এটা তোমার ভাগ্য যে তিনজনের মধ্যে তুমিই...