ভয় আর সম্মান দুটো ভিন্ন জিনিস ।
যে লোকটাকে দেখে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে সেটা সম্মান, আর যাকে দেখে বাধ্য হয়ে মাথা নোয়াতে হয় সেটা ভয় । . ভাত ছিটালে হয়তো কাকের অভাব হয় না কিন্তু টাকা ছিটিয়ে বা ক্ষমতার ভয় দেখিয়ে সম্মানিত হওয়া যায় না । যদি তাই হতো এরশাদ সিকদার, নূর হোসেন কিংবা অফিসের পেট মোটা লোকটি সম্মানিত ব্যক্তি হতে পারতো । . আপনার প্রতিপত্তি বা ক্ষমতা থাকলেই আপনি সম্মানিত নয় । আপনার প্রতি সম্মান দেখানোটা মেকি বা ভয় মিশ্রিত । অপর দিকে যার চুলোয় নিয়মিত হাড়ি উঠে না সেই দরিদ্র প্রাইমারি স্কুলের মাস্টার কিংবা মধ্যবিত্ত কলেজের প্রফেসর কিন্তু সম্মানিত ব্যক্তি । তাকে দেখে অনেক ছাত্র ছাত্রীই ভক্তি সহকারে সালাম দিবে কিন্তু প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তির প্রতি সালাম বা সম্মান দেখানোটা লৌকিকতা মাত্র । সালাম দেওয়ার পরেই মনে মনে বললে তুই তো একটা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ঘুষ খোর পাবলিকের টাকা মেরে খাওয়া নেতা, তুই জাহান্নামে যা । . শ্রদ্ধা বা সম্মান জোর করে পাওয়া যায় না সেটা ভেতর থেকে আসে । ভয় দেখিয়ে কখনও সম্মানিত হওয়া যায় না বড় জোর অনিচ্ছা কৃত একটি সালাম পেতে পারেন মাত্...