পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চেহারার কি পর্দা নেই?

ছবি
ইরফান ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে খুব মহব্বত করি। আমার প্রশ্ন হচ্ছে, কথিত একজন বক্তা তার এক ভিডিও বার্তায় বলেছেন, মুখমণ্ডল এবং হাত পর্দার অন্তর্ভুক্ত না। সেই সূত্রধরে আমার এক বন্ধু ও একি কথা বলতেছে, এটা কি ঠিক? জানালে উপকৃত হই। –MD Mosharraf hossain Meshu জবাব:  وعليكم السلام ورحمة الله প্রশ্নকারী মোশাররফ ভাই, এমন জরুরি বিষয়ের ওপর আলকপাত করার সুযোগ করে দেয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমীন। মূলত ঐ ব্যক্তির কথা সঠিক নয়। কারণ পরপুরুষের সামনে নারীকে তার চেহারা ঢেকে রাখতে হবে–এটাই কুরআন-সুন্নাহর চূড়ান্ত বিধান। উম্মাহাতুল মুমিনীন ও অন্যান্য সাহাবিয়ার আমল দ্বারাও তা প্রমাণিত। নিম্নে প্রমাণ পেশ করা হল– • কোরআন মজিদের সূরা আল-আহযাবে মুসলিম নারীদেরকে স্পষ্টভাবে নির্দেশ প্রদান করা হয়েছে, ঘর থেকে বাইরে বেরুবার সময় যেন তারা নিজেদের শরীরে জিলবাব ঝুলিয়ে নেয়। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَا...